ঝড়ে ঘর হারানো হালিমের পাশে উপজেলা চেয়ারম্যান

মো. মহসিন মিয়া,তিতাস।।
শুক্রবার বিকেলে হালকা শিলসহ বৃষ্টি ও ঝড়ের তান্ডবে তিতাসের বিভিন্ন এলাকা আবাদী ফসল, ভুট্টা,সবজি ,আমসহ বিভিন্ন গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে দরিদ্র সিএনজি অটো রিকশা চালক মো.হালিম মিয়ার মাথাগোঁজার ঠাঁই একমাত্র ঘরটি। এনজিও থেকে টাকা ঋণ নিয়ে থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণ ও ১টি সিএনজি অটো রিকশা কিনেছিলেন হালিম। মহামারী করোনাভাইরাসের কারণে সারা দুনিয়া যখন আতংকে ঠিক এই সময় ঝড়ে নিয়ে গেল সিএনজি চালক হালিম মিয়ার ঘরটি। হালিম ঘর হারিয়ে যখন কান্নায় দিশেহারা, সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর পেয়ে ঠিক তখনি হালিম মিয়াকে ঘর দেয়ার আশ্বাস প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।