তিতাসে মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

হালিম সৈকত।।
কুমিল্লার তিতাসে মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (চৌদ্দ ডিসেম্বর) সকাল এগারো টায় কাপাশকান্দি মডেল একাডেমি স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় সংগঠনটি।
উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাপাশকান্দি মডেল একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ নূরে-ই আলম সরকার।

ad

মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাপাশকান্দি মডেল একাডেমির সহকারি শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মৌটুপি দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পাঠানবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

স্বাগত বক্তব্য রাখেন কাপাশকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাশকান্দি মডেল একাডেমির সাবেক সভাপতি আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক নূরে-ই আলম সরকার, ইঞ্জিনিয়ার এ কে আজাদ, কাবিল আহমেদ ভূইয়া, কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রকিব উদ্দিন মাষ্টার, ওয়াকিল ফারাজী, সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী,আজিম উদ্দিন আজিম, আলী আকবর, জহিরুল হক, আলমগীর হোসেন মেম্বার, কাবিল আহমেদ ভূইয়া, নূর ইসলাম ভূইয়া, আব্দুল কাদির, মোহাম্মদ আলী, আলমগীর মুন্সি, কবির হোসেন, রুহুল আমিন ও আল আমিন প্রমূখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমেরিকান প্রবাসি মোহাম্মদ জিল্লুর রহমান রিপন মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি সংগঠন নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে লাইভে বক্তব্য রাখেন।
এসময় তিনি কাপাশকান্দি গ্রামের স্মরণীয় ও বরণীয় ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষভাবে স্মরণ করেন কাপাশকান্দি মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ খলিলুর রহমান মোল্লাকে। তিনি বলেন, এসকল স্মরণীয় বরনীয় ব্যক্তিদের জাগরিত রাখতে আমি মরহুম ইঞ্জিনিয়ার ফজলুর রহমান মোল্লা মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। তিনি গ্রামবাসির সহযোগিতা কামনা করে তাদের পাশে থাকতে চান। তিনি বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। সুন্দর সমাজ বির্ণিমানে এই ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাবে। এজন্যই সংগঠনটির সৃষ্টি। পরে তিনি ফাউন্ডেশনে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল করিম সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনের উদ্দেশ্য হচ্ছে দুই হাজার ত্রিশ সালের মধ্যে দশ হাজার লোককে সহযোগিতা করা। শিক্ষার উন্নয়ন করা, মেধাবী ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা, নারীদের উন্নয়নে নারী বান্ধব প্রকল্প চালু করা, বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা, স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মসূচী গ্রহণ করা ও এলাকার জনগণকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করা।
পরে প্রবাস থেকে শাকিল ভূইয়া, ইকবাল ভূইয়া, ও আরিফ লাইভে বক্তব্য রাখেন। এসময় সকলেই ফাউন্ডেশনে কয়েক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি নূরে-ই আলম সরকার একুশ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন।
সভাপতির দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিপন ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল করিম মাষ্টার।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নূরে-ই আলম সরকার, সহ সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তফা মুন্সি, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, কোষাধ্যক্ষ স্বপন সওদাগর, প্রচার ও গণসংযোগ সম্পাদক আব্দুল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মাষ্টার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাকিল ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আল হাদিস, মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, নির্বাহী সদস্য দিদার মেম্বার, শিপন মোল্লা, মহিউদ্দিন মুন্সি, আব্দুল কাদির মোল্লা, মোহাম্মদ মোস্তফা, আলমগীর হোসেন, ইকবাল ভূইয়া ও সালাম মিয়া প্রমূখ।
দোয়া, মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হলেও, দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।