সাজেকে‘বেপরোয়া ইউপিডিএফ’ সরকারি স্থাপনায় করেছে ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার।।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার সাজেক এলাকায় সরকারি স্থাপনায় ভাঙচুর ও পর্যটকদের গমনাগমন বন্ধ করে সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ।
রোববার বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ইউপিডিএফ এ ভাংচুরের ঘটনা ঘটায়। ঘটনার কিছুক্ষণ পর মাচালং সেনা ক্যাম্প ও বাঘাইহাট জোন সদর হতে সেনাবাহিনীর কয়েকটি টহল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পর্যটকদের চলাচলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

ad

সেনাবাহিনীর প্রেস রিলিজ সূত্রে জানা যায় , ১৪ ডিসেম্বর বনবিভাগ ও পুলিশ এর যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর অভিযোগ, ইউপিডিএফ নেতা সচিব চাকমার স্কুলের নামে স্থানীয় জনমনে বিভ্রান্তিমূলক অপপ্রচার ছড়িয়ে মাসালং বাজারের বনবিভাগের অফিস আক্রমণ ও ভাংচুর করে। এতে আশরাফুল নামের একজন বনরক্ষী মারাত্বকভাবে আহত হয়। পরবর্তীতে বাঘাইহাট-সাজেক সড়কে বিভিন্ন স্থানে গাছকেটে ও গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এতে সাধারণ জনগণসহ পর্যটকরা আটকে পড়ে যায়।


প্রেস রিলিজে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা হওয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা করে যাচ্ছে। আর এর জন্য পার্বত্য চট্টগ্রামকে তাদের উপযুক্ত স্থান হিসেবে বেছে নিচ্ছে। একই সাথে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তাদের নিজস্ব কিছু সংবাদ মাধ্যমে মনগড়া ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে। বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা প্রদান, দুস্থ্যদের মাঝে নানা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।এছাড়াও এলাকায় স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নিমিত্তে কষ্টসাধ্য অসম উঁচু রাস্তায় সিঁড়ি তৈরি, ঘর নির্মান, স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে নানা উপকরণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করছে।
সেনাবাহিনীর এই উন্নয়ন মুলক কাজ ও সন্ত্রাস দমন অভিযান চলতে থাকবে বলে বাঘাইহাট জোন থেকে জানিয়েছেন।