বারুর মানবসেবা কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন বারুর মানবসেবা কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বারুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিপুল সমাগম দেখা যায়।

ad

সেচ্ছাসেবী সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত হাবিলদার মনিরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইনটেক্স রিসোর্সেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সরকার (জুয়েল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও কুমিল্লা-৪ আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, হোসেনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সোহান কামাল।

গত চার বছরে সংগঠনটির পরিচালক শাহজাহানের নেতৃত্বে বারুর মানবসেবা কল্যাণ সংগঠন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে কুমিল্লার বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথি ও সেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।