গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলন শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল হক খান।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মাষ্টারের পরিচালনায় ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ নুরুল ইসলামকে সভাপতি ও বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন মাষ্টারকে সাধারণ সম্পাদক করে এই নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।
এই নব-নির্বাচিত কমিটির সদস্যরা সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতা আশা করেন।