নিজস্ব প্রতিবেদক
বিজয়ের মাসে যুক্তি, মনন ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিতার্কিকরা। কুমিল্লা ডিবেট ফেডারেশনের উদ্যোগে বিজয় বিতর্ক উৎসবে যুক্তি আর তর্কের খন্ডনে মেতে উঠেন বিতার্কিকরা। সোমবার বিকেলে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এই আয়োজনে ৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করে।
বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল রায় এবং জেলা কালচারাল অফিসার কামরান হাসান, এখন টেলিভিশন কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ ও স্বাধীনতা বিতর্ক মঞ্চ এর উপদেষ্টা ডা. সিফাত সালেহ, সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর প্রভাষক মোঃ শামীম আহমেদ, কুমিল্লা ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ও স্মার্ট টক একাডেমির পরিচালক হাছান মাহমুদ তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ। প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হাসান শাওন।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুখোমুখি হয় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) টিম যুক্তিচক্র ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ টিম উৎক্রমণ। এ রাউন্ডের মোশন ছিল— “এই সংসদ বিশ্বাস করে বর্তমান প্রজন্ম বিজয় দিবসকে ঐতিহাসিক দায় নয়, সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখে।”প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম জয়লাভ করে।
দ্বিতীয় রাউন্ডে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম আনপ্রেডিক্টেবল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) টিম সংগ্রাম। এ রাউন্ডের মোশন ছিল— “এই সংসদ বিশ্বাস করে বিজয় দিবস অতীতের গৌরবের চেয়ে বর্তমান ব্যর্থতাকে বেশি উন্মোচিত করে।” তীব্র যুক্তিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম এই রাউন্ডে বিজয়ী হয়।
পরবর্তীতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম সরকারি দল হিসেবে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল রাউন্ডের মোশন ছিল- “এই সংসদ বিশ্বাস করে ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষায় সহায়ক।” সমাপনী পর্বে যুক্তির গভীরতা, উপস্থাপনা ও বিশ্লেষণে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ টিম চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এ রাউন্ডে বেস্ট স্পিকার নির্বাচিত হন বিরোধী দলীয় উপনেতা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সুস্মিতা।
আজকের ফেস্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হেরা ফালাক আলীশা (সাবেক জাতীয় বিতার্কিক ও অনুষ্ঠান ঘোষক, বেতার কুমিল্লা), আবদুর রহমান (সাবেক সহ-সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি) এবং হাবিবুর রহমান (বিতর্ক সম্পাদক, কুমিল্লা ডিবেট ফেডারেশন)।
আয়োজনে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জিসান, ফিজাসহ আরও অনেকে। আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের কাছে যুক্তিনির্ভর, বিশ্লেষণধর্মী ও বোধনমূলকভাবে উপস্থাপন করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত বুদ্ধিবৃত্তিক মিলনমেলায় পরিণত হয়।
কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, বিজয়ের এই মাসে আমরা চাই তরুণরা যুক্তির শক্তিতে আলোকিত হোক।