মো. আল আনাস, হোমনা।।
কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আমি নির্বাচিত হলে, হোমনা ও তিতাস উপজেলায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। কোনো মাদক ব্যবসা থাকবে না। আমি নিজে যেহেতু টিআর খাইনা, কাউকে খাইতেও দিব না।

বুধবার হোমনা বাসস্ট্যান্ড বালুর মাঠে গণমিছিল পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, বেকার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যার যার ধর্ম যেনো ঠিকমত পালন করতে পারে আমরা সে ব্যবস্থাও করবো।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মো.আক্তারুজ্জামান সরকার, সেক্রেটারী এএফএম তারেক মুন্সি, উপজেলা বিএনপির সেক্রেটারী ভিপি মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি সরকার, সেক্রেটারী মেহেদী হাসান সেলিম প্রমুখ।

এ ছাড়াও হোমনাও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।