গাজী রুবেল,ব্রাহ্মণপাড়ায়।।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এমরান হোসেন মাষ্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনায়েত করিম ভূইঁয়া, সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান ভূইঁয়া দিদার, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাসান ভূইঁয়া। এসময় যুবদলের সাবেক সভাপতি জয়নাল হাজারী, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন ভূঁঞা, সাবেক যুবদল নেতা মতিউর রহমান সেলিম, মোঃ ইউনুছ মিয়া, আবুল ফজল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক আক্রামুল ইসলাম, মো. গাজী ইস্রাফিল, তাজুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সবশেষে আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুল বাতেন।