চৌদ্দগ্রামে বিজয় দিবসকে স্মরণীয় করতে শিবিরের ক্রিকেট টুর্ণামেন্ট

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে মহান বিজয় দিবসকে স্মরণীয় করতে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাতিসা উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় ছাত্রশিবিরের মুন্সিরহাট ইউনিয়ন শাখা চিওড়া ইউনিয়ন শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, বর্তমান জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, আইটি সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ছাত্রকল্যাণ সম্পাদক নুর উদ্দিন মাহবুব, চৌদ্দগ্রাম পৌর সভাপতি হোসাইন আহমেদ, বাতিসা ইউনিয়ন সভাপতি খালেদ মাহমুদ তালুকদার।

উপজেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ রাখতে দোয়া অনুষ্ঠান ছাড়াও ক্রিকেট খেলার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা নিয়ে খেলায় মুন্সিরহাট ও চিওড়া ইউনিয়ন শাখা ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। এতে চ্যাম্পিয়ান হয় মুন্সিরহাট ইউনিয়ন টিম।