চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছে বিশাল মিছিল করেছে জামায়াত।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নুর ইসলাম মোল্লা, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা থেকে শুরু হয়ে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, শনিবার সকালে চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আসবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি হিসেবে আসবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, শিবিরের সেক্রেটারী সিগবাতুল্লা সিগবা, ঢাকসু ভিপি সাদিকসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।