স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ড. মোবারক হোসাইনের নেতৃত্বে র্যালিটি ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন,
“এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। দেশ ও জাতির কল্যাণে সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।”
এসময় তিনি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের প্রতি দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলার আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির খন্দকার শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি আজাদ খানসহ দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।