কুবির ভর্তি পরীক্ষার কারনে সমাবেশের সময় পরিবর্তন করলো জামায়াত

অনলাইন ডেস্ক:

‎আগামী ৩১ জানুয়ারি কুমিল্লায় সমাবেশের পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচির কারণে সময় পরিবর্তন করেছে দলটি।

‎শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।


‎মাহবুবুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।

‎প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে জামায়াতে ইসলামীর জনসভা আয়োজনের কথা ছিল। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।