কুমিল্লায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি সুবর্ন জয়ন্তী উপলক্ষে জেলা শিল্পকলা কুমিল্লার আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী কুমিল্লা প্রাঙ্গণ হতে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়।
এসময় জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবী পাপরী বসু, সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, নাট্যকার শাহাজাহান চৌধুরী , উদিচী শিল্প গোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম।
সূবর্ণজয়ন্তী উপলক্ষে এ আনন্দ শোভাযাত্রায় নগরীর বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।