চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ সাফকাত আলী।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সেক্রেটারী মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি হাসান মুহাঃ জহির, সাংবাদিক আবু বকর সুজন। সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল মান্নান, এম এ আলম, জহিরুল ইসলাম সুমন, শাহীন আলম, শফিউল আলম, সানোয়ার হোসেন, কামরুল হাসান পিংকন, শিক্ষানবীশ ইউসুফ হোসেন সুমন, এম এ আরাফাত, সাইফুল ইসলাম প্রমুখ।
এরআগে সকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।