সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার ।।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী করোনা ভাইরাস মোকাবেলায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল সমূহের ডাক্তার ও নার্সদের ৫০ সেট পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির ও বেসরকারি হাসপাতাল সমূহের কর্মকর্তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে বিএনপি নেতৃবৃন্দ ওই পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়াল সাইফুল, পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক মোঃ শফিউল্লাহ মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মফিজুল ইসলাম, পৌর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।