গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় মারামারিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদকে সাময়িক বরখাস্ত ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে শোকজ করেছেন কুমিল্লা জেলা প্রাথামিক শিক্ষা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন।
উল্লেখ,
গত ৮ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটলেও, ভিডিওটি শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুলে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষক অপর শিক্ষককে চেয়ারের সাথে চেপে ধরে আছেন। এ সময় একজন নারী শিক্ষককে আতঙ্কিত অবস্থায় বলতে শোনা যায়, ‘আল্লাহ রহম করো… মারামারি করন লাগে দুজনে, কাইজ্জা করন লাগে?’
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের মধ্যে বিভিন্ন সময় নানা বিষয়ে বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন অফিস কক্ষে তাদের বাগবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজনাবশত মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি বঁটি (ধারালো অস্ত্র) নিয়ে মহিউদ্দিনের উপর হামলা চেষ্টা করলে, সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার সেটি কেড়ে নেন। এর পরও দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে জুনায়েদ মহিউদ্দিনকে চেয়ারে ফেলে গলা চেপে ধরেন। ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ঘটনা জানামাত্র সহকারী শিক্ষা অফিসারকে বিদ্যালয়ে পাঠানো হয়। রিপোর্ট তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। ১৫ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদকে সাময়িক বরখাস্ত ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে শোকজ করেছেন।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল জানান, মাহমুদুল হাসান জুনায়েদকে বরখাস্ত করা হয়েছে এবং মো. মহিউদ্দিনকে শোকজ করা হয়েছে।