হাসিবুল ইসলাম সবুজ।।
কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শুধু একটি ভূখণ্ডই দেয়নি, দিয়েছে মাথা উঁচু করে বাঁচার অধিকার। আমি নিজে মুক্তিযোদ্ধা, আমার ৩ ভাই মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযোদ্ধা। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়পুর ইউনিয়নের হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহান বিজয়ের মাধ্যমে বাঙ্গালী জাতি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। এই অর্জনকে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্ধের আদর্শে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কারন একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিক পথে চলতে পারে না।
আসন্ন নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়, এটি দেশ বাঁচানোর নির্বাচন।

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাশারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার সহ কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের ত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।