ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুর রহমান ওই এলাকার মামুন মিয়ার ছেলে।

ad

শিশুটির মামা সুমন মিয়া বলেন, আমার বোনজামাই আবদুর রহমানকে সাথে নিয়ে বাড়ির পাশের দোকানে যায়। সেখানে কেনাকাটার একপর্যায়ে আবদুর রহমানকে সাথে দেখতে না পেয়ে আমার বোনজামাই তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় উপস্থিত সকলেই তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দোকানের পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তোফায়েল আহমেদ ভূইয়া বলেন, পানিতে পড়া দুই বছর বয়সী এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত পাই। আমরা তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।