স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় এই পর্যন্ত সন্দেহভাজন ৪৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে রবিবার বিকেল পর্যন্ত ১৬টি নমুনার রিপোর্ট এসেছে। যার সব কয়টিই নেগেটিভ। বাকি নমুনাগুলোর রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।
তিনি জানান, জ¦র, সর্দি এবং কাশিসহ করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পাঠানো হয়। সেইগুলো মধ্যে রবিবার বিকেল পর্যন্ত ১৬টির রিপোর্ট এসেছে। তার সবগুলোরই নেগেটিভ। সর্বশেষ রবিবার নতুন করে ৬টি নমুনা আইডিসিআরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লার কোন ব্যক্তি করোনায় আক্রান্ত নেই।