কুমিল্লায় গৃহবধূ মৃত্যুর ১৩ দিনপর আদালতে হত্যা মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

গাজী রুবেল।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের কুলসুম আক্তার(২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ১৩ দিনপর আদালতে হত্যার অভিযোগে মামলা করেছে পরিবার। গত ৩১ অক্টোবর সন্ধায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর ১৩ দিন পর গৃহবধূ কুলসুম আক্তারের মা আনোয়ারা বেগম বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিঃ ম্যাজিস্ট্রেট-০২ নং আমলী আদালতে চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
আসামীরা হলেনঃ- বুড়িচং উপজেলার রাজাপুর হাজীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও গৃহবধূ কুলসুম আক্তারের স্বামী মোঃ আবদুল্লাহ(২৮), মৃত বকলু কাজীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম প্রকাশ শিরন(৬০), মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী রুবি আক্তার(৫০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে হৃদয়(২৫)।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার নন্দিপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে কুলসুম আক্তারকে বিয়ে করেন পাশ্ববর্তী বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ আবদুল্লাহ। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা লেগেই থাকতেন বলে জানান গৃহবধূর মা আনোয়ারা বেগম। তিনি আরও বলেন, আমার মেয়ে অনেক কষ্টের মধ্যদিয়ে এতদিন সংসার করেছে। টাকার জন্য আমার মেয়েকে মারধর করতেন আবদুল্লাহ ও তার পরিবার। আবদুল্লাহ জমি কিনবে। এ জন্য মেয়েকে টাকার জন্য চাপ দিলে আমার মেয়েকে আমি আমার ছেলেদের বুঝিয়ে মোট ৬ লক্ষ টাকা দেই। কিন্তু জমি না কিনে নাই। এনিয়ে আবদুল্লাহ সাথে কথা-কাটাকাটি হয়েছে বলে আমায় ফোনে সকালে কুলসুম জানায়। বিকেলে শুনি আমার মেয়ে অসুস্থ। বুড়িচং সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা তারাহুরো করে যাই। পরে আমরা ব্রাহ্মণপাড়ার মধুমতী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে মারা গেছে।

গৃহবধূর বড় ভাই আবুল বাশার বাদশা বলেন, আমার বোন সুস্থ স্বাভাবিক ছিলেন। ঘটনার দিন আমি জানতে পারি সে অসুস্থ। এর কিছুক্ষণ পর জানতে পারি আমার বোন মারা গেছে। আমরা ভেবেছিলাম হইতো স্বাভাবিক ভাবে মারা গেছে। আমার বোন মারা যাওয়ার ৮ দিনের মাতায় গোপনে তার স্বামী আবদুল্লাহ গোপনে বিয়ে করেছে বলে জানতে পারি। তখন আমাদের সন্দেহ হয়। যদি আমার বোন স্বাভাবিক ভাবে মারা যায়, তাহলে মাত্র ৮ দিনের মাতায় কেনো সে বিয়ে করেছে? আমরা ধারণা করছি আমার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে গৃহবধূর স্বামী মোঃ আবদুল্লাহ বলেন, এটা সম্পন্ন মিথ্যা। আমাদেরকে ফাঁসানোর জন্য পরিকল্পিত ভাবে এ মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা পিবিআই সার্ব ইন্সপেক্টর ফজলুর রহমান বলেন, কোর্টে মামলা করেছে। নতুন মামলা আমরা তদন্ত করছি। তবে পিবিআই’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেন নি ওই কর্মকর্তা।