স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা কর্মীরা। চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে এ উপজেলার কৃষক। এমন পরিস্থিতিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা নিজ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন। শুধু ধান কাটাই নয়, কৃষকদের ঘরে ধান পৌঁছে দিচ্ছেন তারা।
বুধবার দুপুরে উপজেলার দক্ষিন শিলমুড়ি এলাকার কৃষক আউয়াল মিয়ার ৮৮শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। কৃষক আউয়াল মিয়া বলেন,‘শ্রমিক সঙ্কটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কৃষকের এই দুর্ভোগে ছাত্রলীগের ভূমিকা প্রশংশনীয়। ইসমাইল হোসেন মোল্লাসহ ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই কৃষক।
ধান কাটায় অংশগ্রহন করেন বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সাগর, ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন, মোজাম্মেল হোসেন, শিমুল, ফয়সাল হোসেন, শাহিন আলম, মাহমুদ হাসান, বিল্লাল, আসাদুজ্জামান ফরহাদ, আশরাফুল আলম, খোরশেদ আলম, সাজিদ, পাভেলসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগের আহবানে দেশের ক্রান্তিকালে আমরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। শুধু লোক দেখানো ছবি তুলেই শেষ নয়, উপজেলা ছাত্রলীগকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।