গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৬৩ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়। এতে পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ নূরুল ইসলামকে সভাপতি ও বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, জিরুন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি ও চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।
কমিটির সম্মানিত উপদেষ্টারা হলেন:- চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাবু রাখাল চন্দ্র শীল, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়া, বড়ধুশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, গোপাল নগর বক্স আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, তেতাঁভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। কমিটির অন্যান্যরা হলেন:-সহ-সভাপতি পর্যায়ক্রমে
মোঃ শানু মিয়া, বাবু নারায়ন চন্দ্র মজুমদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, গোলাম রহমান তালুকদার, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ খোরশেদ আলম, মোঃ মোবারক হোসেন সরকার, মোঃ আব্দুল আজিজ, মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকতার ভূঁইয়া, মোঃ মজিবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম আখন্দ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূরুল আমিন সরকার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমীন, দফতর সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ-দফতর সম্পাদক মোঃ ওমর ফারুক, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ মমিনুল হক ভূঁইয়া, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ জালাল উদ্দীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক সৈয়দ মোস্তফা কামাল, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন মাহামুদ সরকার, মহিলা সম্পাদক মোসাঃ আনোয়ার বেগম, সহ মহিলা সম্পাদক মোসাঃ নুরুন্নাহার পারভীন, ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহসিন আলম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মোঃ আব্দুর রহমান, সহ ধর্ম সম্পাদক মোঃ আব্দুল হক খাঁন, সদস্য পর্যায়ক্রমে মোঃ জসিম উদ্দিন, হাসিনা ইসলাম, মোঃ এমদাদুল হক, মোঃ শামসুদ্দিন আহমদ, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ মাহবুব আলম, মোঃ গোলাম রাব্বানী সরকার, মোঃ বাসির আহাম্মদ, মোঃ ইউনুস মিয়া, মোঃ শফিউল্লাহ, মোঃ খোরশেদ আলম, মোঃ জসিম উদ্দিন আখন্দ, মোঃ হেলাল উদ্দিন মোল্লা, মোঃ ফারুক আহম্মেদ, মোসাঃ শিরিন আক্তার, সৈয়দ মোবারক কামাল, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ শাহ আলম, মোঃ শাহ জাহান, মোঃ অলিউল্লাহ, হুমায়ুন কবির ভূঁইয়া, মাজহারুল হক, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহাব উদ্দিন, মোসাঃ রুজিনা আক্তার।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে এবং ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ৬৩ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি সকল শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই ত্রিবার্ষিক সম্মেলনে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ শত জন শিক্ষক উপস্থিত ছিলেন।